Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ৪৫ হাজার ছাড়ালো 

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ। ছবি- বিবিসি

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ। ছবি- বিবিসি

তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত এক লাখেরও বেশি মানুষ আহত হয়েছেন। 

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৮৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৩৯ হাজার ৬৭২ এবং সিরিয়ায় ৫ হাজার ৮১৪ জন। তবে জাতিসংঘের ধারণা নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

ভূমিকম্পটিকে গত ১০০ বছরের মধ্যে তুরস্কের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে উল্লেখ্য করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ১০০ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ।

তুরস্কের পরিবেশ ও গৃহায়ণবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ৩০ হাজার বাড়ি নির্মাণ করা হবে। আগামী মাস (মার্চ) থেকেই এর কাজ শুরু হবে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ভিডিও গ্যালারী 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়