Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ১৩ জুলাই ২০২৪

নাইজেরিয়ায় স্কুল ভবন ধ/সে ২২ শিশু নি/হ/ত

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটেউ রাজ্যে একটি স্কুল ভবন ধসে গিয়ে অন্তত ২২ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩০ জনের বেশি শিশু। শুক্রবার (১২ জুলাই) দেশটির স্থানীয় কর্মকর্তারা এ বিষয়ে জানিয়েছেন।

শুক্রবার সকালে শিক্ষার্থীদের ক্লাস চলাকালে জোসেফ সেন্ট একাডেমি ধসে পড়ে। ভবনটির নিচে শিক্ষার্থীরা আটকে পড়ে যায়।

স্বেচ্ছাসেবীরা এক্সক্যাভেটর, হাতুড়ি ও অনেকে খালি হাতেই কংক্রিট ও প্যাঁচানো লোহার রডের স্তূপ ভেঙে আটকে পড়া অনেক শিশুর কাছে পৌঁছেছেন।

পুলিশ সাংবাদিকদের জানিয়েছে, ভবনধসে অন্তত ২২ শিশু নিহত হয়েছে। অনেক শিশু স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ধারণা করা হচ্ছে, স্কুলটিতে ১ হজারের বেশি শিক্ষার্থী রয়েছে।

স্থানীয় বাসিন্দা আবেল ফুয়ানদাই বিবিসিকে জানিয়েছেন, তার বন্ধুর ছেলে এ দুর্ঘটনায় নিহত হয়েছে। তিনি বলেছেন, ‘এ ট্র্যাজেডির মাত্রা ভয়াবহ।’

ভবন ধসের কারণ এখনও জানা যায়নি। কিন্তু স্থানীয়রা জানিয়েছেন, প্লাটেউতে টানা তিন দিনের ভারী বৃষ্টিপাতের পর এ দুর্ঘটনাটি ঘটেছে।

হাসপাতাল থেকে আহত শিক্ষার্থী উলিয়া ইবরাহিম এএফপিকে জানিয়েছে, ‘আমি ক্লাসে ঢুকেছিলাম পাঁচ মিনিটও হয়নি, তখন আমি একটি শব্দ শুনতে পাই। তারপর আমি নিজেকে এখানে আবিষ্কার করি। ক্লাসে আমরা অনেকেই ছিলাম। আমরা পরীক্ষায় লিখছিলাম।’

ইউনিসেফের নাইজেরিয়ার প্রতিনিধি ক্রিস্টিয়ান মুনডুয়েট সমাজমাধ্যম এক্সে লিখেছেন, ‘সেন্ট একাডেমিতে শিশুদের মর্মান্তিক মৃত্যুতে আমি মর্মাহত।’

সাম্প্রতিক বছরগুলোয় নাইজেরিয়ায় বেশ কয়েকটি বড় ধরনের ভবনধসের ঘটনা ঘটেছে। পর্যবেক্ষকরা এর জন্য অদক্ষ কারিগর, নিম্নমানের নির্মাণ উপকরণ, দুর্নীতি- এ তিনের মিশ্রণকে দায়ী করেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়