Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ১০ এপ্রিল ২০২৩
আপডেট: ১৫:১১, ১০ এপ্রিল ২০২৩

এই ঈদে সরকারি ছুটি ৫ দিন

আসন্ন ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। এই ঈদে একদিন বিশেষ ছুটিসহ সরকারি চাকরিজীবীরা টানা পাঁচদিনের ছুটি ভোগ করতে পারবেন। বিভিন্ন মহল থেকে ছুটি বাড়ানোর দাবি বিবেচনা করে একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

আজ সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

চিব মো. মাহবুব হোসেন বলেন, সুখবর হলো ২০ তারিখ সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ভ্রমণ যেন স্মুথ হয়।

এবার ঈদে তিন দিনের সরকারি ছুটির দু’দিনই চলে যাচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের মধ্যে।

এক্ষেত্রে ২১ থেকে ২৩ এপ্রিল শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। তবে ঈদের ছুটি শুরুর আগে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা। তাই এদিন বিশেষ ছুটির দাবি ছিল বিভিন্ন মহলের। এটি বিবেচনা করে ২০ এপ্রিল বিশেষ ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 

রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ২৩ এপ্রিল (রোববার)। সে ক্ষেত্রে ছুটি একদিন বাড়বে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ