Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আই নিউজ

প্রকাশিত: ১৫:৫৮, ২১ মে ২০২৩

অনুমতি পেলেই ভারত থেকে পেঁয়াজ আসবে : টিপু মুনশি 

সাংবাদিকদের সামনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সাংবাদিকদের সামনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আমদানি হলেই পেঁয়াজের দাম কমে যাবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অনুমতি পেলেই ভারত থেকে পেঁয়াজ চলে আসবে বলে জানান তিনি।

আজ রোববার (২১ মে) সকালে রাজধানীর বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার এবং সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন বাণিজ্যমন্ত্রী।

টিপু মুনশি সাংবাদিকদের বলেন, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি কোনো সমস্যা নয়। আমদানির ক্ষেত্রে সমস্যা হলো- আইপি না দেয়া। আমদানির অনুমতিটা নিলে, এটা ভারত থেকে আসে। ভারত থেকে আমরা ডলারে আমদানি করছি না, টাকা ও রুপিতে আমদানি করছি। তাই ডলারের দামের সঙ্গে আমাদের আমদানিতে সমস্যা নেই।

মন্ত্রী বলেন, বেশি দাম পাওয়ার আশায় অনেক ব্যবসায়ী পেঁয়াজ মজুদ করে রেখেছেন। তারপরও দাম যথেষ্ট বেড়েছে। আইপি অনুমতি দিলে দাম কমে যাবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ