আপডেট: ১১:৫৪, ২৩ জুলাই ২০১৯
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বরিস জনসন। তিনি ছিলেন ব্রিটেনের সাবেক পররাষ্ট্র মন্ত্রী এবং লন্ডনের সাবেক মেয়র। নবনির্বাচিত বরিস জনসন বিদায়ী প্রধানমন্ত্রী টেরিজা মে’র স্থলাভিষিক্ত হবেন।
আগামীকাল বুধবার (২৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে তিনি প্রধানমন্ত্রী হিসেবে টেরিজা মে’র স্থলাভিষিক্ত হবেন । মঙ্গলবার (২৩ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা বলা হয়।
গত ২৪ মে ব্রেক্সিট ব্যর্থতার জেরে প্রধানমন্ত্রী টেরিজা মে পদত্যাগের ঘোষণা দিলে কনজারভেটিভ পার্টির এমপিদের মধ্যে নতুন দলনেতা হওয়ার লড়াই শুরু হয় । শুরু থেকেই এই প্রতিযোগিতায় এগিয়ে ছিলেন বরিস।
এদিকে টেরিজা মে বুধবার বিকেলে রানি এলিজাবেথের কাছে তার পদত্যাগপত্র জমা দিবেন বলে কথা রয়েছে। এর আগে তিনি প্রধানমন্ত্রী হিসেবে গণমাধ্যমের সঙ্গে শেষবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন।
উল্লেখ্য, ব্রেক্সিট জটিলতায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পদত্যাগের পর ২০১৬ সালে তার স্থলাভিষিক্ত হন টেরিজা মে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট সুরাহা না হওয়ায় কনজারভেটিভ এমপিদের পীড়াপীড়িতে ৭ জুন পদত্যাগ করেন টেরিজা মে। প্রত্যাশিত ব্রেক্সিট চুক্তির স্বপ্ন দেখিয়ে এবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন। ব্রেক্সিট কার্যকর হবে আগামী ৩১ অক্টোবর।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের