Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ২৩ জুন ২০২৪

পুলিশের ১০ ডিআইজি ও ১৫ এসপিকে বদলি

ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের ডিআইজি পদের ১০ জনকে বদলি করা হয়েছে। একই দিনে ১৫ পুলিশ সুপারকেও (এসপি) বদলি করা হয়েছে।

রোববার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে ঐ প্রজ্ঞাপন।

প্রজ্ঞাপন থেকে জানা যায়, ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি), মেট্রোরেল পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে মো. মাহবুবুর রহমানকে। এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি হিসেবে মো. ইলিয়াস শরীফ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল ইসলাম।

যদিও বদলি হওয়া কর্মকর্তাদের বদলির কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। অবিলম্বে এ আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। 

এদিকে একই দিনে ১৫ জন এসপিকে বদলি করেছে সরকার। নতুন ১৪ জেলায় তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

ঐ জেলাগুলো হচ্ছে- রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল নীলফামারী, যশোর, মাদারীপুর ও সুনামগঞ্জ।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়