Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ৩ আগস্ট ২০২৪

শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা শিক্ষার্থীদের

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন কয়েক হাজার মানুষ। ছবি- সংগৃহীত

শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন কয়েক হাজার মানুষ। ছবি- সংগৃহীত

রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সরকার ও মন্ত্রিপরিষদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেলে (০৩ আগস্ট) আন্দোলনকারীরা অফিসিয়াল বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।

কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশে এক দফা ঘোষণার সময় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আর এক মিনিটও এই সরকার থাকবে না। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ।’

নাহিদ বলেন, আজকেও গুলি চলেছে। এই পরিস্থিতিতে এক দফা ঘোষণা করছি। শেখ হাসিনা বলেছেন, আলোচনার দরজা খোলা রয়েছে। তিনি আগেই বুঝেছেন, দরজা রাখার সময় হয়েছে। আমরা আসছি। এই যে খুন-হত্যা হয়েছে, এজন্য তাকে পদত্যাগ করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা নন, সব মন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের এক দফা হলো শেখ হাসিনার পদত্যাগ এবং এই সরকারের লুটপাট-দুর্নীতির বিচার। আমরা জেলের তালা ভেঙে আমাদের ভাইদের আনব। যে অভ্যুত্থান শুরু হয়েছে, এতে সব জনতা যোগ দিন। আমরা সবার সঙ্গে আলোচনা করে সম্মিলিত মোর্চা গঠন করব। আমরা আমাদের দেশের রূপরেখা ঘোষণা করব। আগামীকাল থেকে সর্বত্র অসহযোগ আন্দোলন হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, যদি ইন্টারনেট বন্ধ, কারফিউ জারি হয় আমরা মেনে নেব না। এখন ছাত্র-জনতার এগিয়ে আসতে হবে। আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন পালন করবেন। সরকার যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, এটা জনগণ মানবে না। আপনারা যদি অস্ত্র চালান, তাহলে প্রতিরোধ হবে। আমরা সব গণহ/ত্যার বিচার করব বাংলার মাটিতে।

বাংলাদেশের জনগণ অসহযোগের নেতৃত্ব দেবে জানিয়ে তিনি দেশের সর্বস্তরের মানুষকে ছাত্রদের ঘোষিত অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ