আই নিউজ ডেস্ক
নিখোঁজ মুনতাহাকে পাওয়া গেলো বাড়ির পাশের পুকুরে!
৫ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিন।
সিলেটের কানাইঘাট উপজেলার আলোচিত শিশু মুনতাহাকে নিখোঁজের সাতদিন পর পাওয়া গেছে। তবে মুনতাহাকে জীবিত পাননি তার বাবা-মা। রোববার (১০ নভেম্বর) ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে ৫ বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের লাশ উদ্ধার করা হয়েছে।
এর আগে বিগত কয়েকদিন ধরে দেশজুড়ে আলোচনায় ছিল শিশু মুনতাহার নিখোঁজের ঘটনা। অনেকে মুনতাহাকে খুঁজে দিতে পারলে আর্থিক পুরস্কার দেওয়ারও ঘোষণা দিয়েছিলেন। যদিও অবশেষে, মুনতাহার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে গলায় রশি পেঁচানো অবস্থায় বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় রশি দিয়ে পেছানো ছিল। এই ঘটনায় প্রতিবেশী দুই নারীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আওয়াল জানান, রোববার ভোরে বাড়ির পাশের পুকুর থেকে শিশু মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় রশি পেঁচানো ছিল। শরীরে ক্ষত চিহ্ন রয়েছে। লাশ দেখে বোঝা যাচ্ছে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, নিখোঁজের পর থেকে মুনতাহার বাবা দাবি করে আসছিলেন, তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরিও দায়ের করেন।
গত ৩ নভেম্বর সকালে মেয়ে ও ছোট ছেলেকে নিয়ে স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন শামীম আহমদ। এরপর মুনতাহা প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল ৩টার দিকে তাকে খুঁজতে গিয়েও কোনো সন্ধান পায়নি পরিবার।
মুনতাহার সন্ধান দাতাদের জন্য দেশ-বিদেশ থেকে পুরস্কার ঘোষণা করেছিলেন অনেকেই। মুনতাহার সন্ধান এবং ‘অপহরণকারীকে’ ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন কয়েকজন প্রবাসী। ফেসবুকে তারা এ ঘোষণা দেন।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের