Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১০ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৬ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:২২, ২১ এপ্রিল ২০২১

তামিমের ফিফটি, বড় সংগ্রহের দিকে টাইগাররা

টাইগার ওপেনার তামিম ইকবালের ফিফটিতে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছে বাংলাদেশ দল। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম সেশন শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ১০৬ রান।

 

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার সাইফের উইকেট হারিয়ে কিছুটা বিচলিত ছিল টাইগার শিবির। কিন্তু দ্বিতীয় উইকেটেই ঘুরে দাঁড়িয়েছে সফররত বাংলাদেশ

সুরাঙ্গা লাকমালের করা ম্যাচের প্রথম ওভারে দুটো চার মেরে দুর্দান্ত শুরু করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে দলীয় স্কোরটা বাড়াতে থাকেন তামিম।

এই দুই টাইগার ব্যাটসম্যান মিলে ইতোমধ্যেই অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটি গড়েছেন। ৬৫ রানে তামিম এবং ৩৭ রানে শান্ত অপরাজিত রয়েছেন।

ম্যাচের শুরুতেই সাজঘরে ফিরেছিলেন দলীয় ওপেনার সাইফ হাসান। সুরাঙ্গা লাকমালের করা ম্যাচের প্রথম ওভারে দুটো চার মেরে দুর্দান্ত শুরু করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। কিন্তু পরের ওভারেই ব্যর্থ সাইফ। বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। বিস্তারিত...

দুই মাচ সিরিজের প্রথম টেস্টে নেমে টস জিতেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সাড়ে ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। বিস্তারিত...

 

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান দিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়