Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪১, ৩ মে ২০২১
আপডেট: ১২:১৩, ৩ মে ২০২১

বড় ব্যবধানে পরাজয়ের আশঙ্কা টাইগারদের!

ক্যান্ডি টেস্টে বড় ব্যবধানে পরাজয়ের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাজঘরে ফেরেন ১৭ রান করা লিটন দাস। এরপরই তার পথ ধরেন তাইজুল ইসলামও। এখন পর্যন্ত ৭ উইকেট হারিয়েছে টাইগাররা। দরকার এখনো ২১৫ রান।

শ্রীলঙ্কার দেয়া ৪৩৭ রানের লক্ষ্যে ম্যাচের চতুর্থ দিনই ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ, স্কোরবোর্ডে রান তুলতে পেরেছিল ১৭৭। ফলে শেষদিন জয়ের জন্য বাকি থাকে আরও ২৬০ রান। কিন্তু হাতে উইকেট ছিল ৫টি। শেষ স্বীকৃত ব্যাটিং জুটি মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের কাঁধে ছিল অসাধ্য সাধনের দায়িত্ব। তবে তারা সেই দায়িত্ব পালন করতে পারেননি।

মাঠে এখনো রয়েছেন মিরাজ। সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ। ব্যাট করতে বাকি রয়েছেন আবু জায়েদ ও শরিফুল ইসলাম।

এর আগে, বাংলাদেশের সামনে পাহাড়সম লক্ষ্যে ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু এর জবাবে শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। দলীয় সংগ্রহ একশ পেরুতেই সাজঘরে ফিরে গেছেন টপঅর্ডারের তিন ব্যাটসম্যান।

ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে শুরুতে স্পিনার রমেশ মেন্ডিসের বলে সাজঘরে ফিরেন তামিম ইকবাল (২৪)। তার ২৬ বলে ২৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৩ চার ও ১ ছয়ে। তামিমের বিদায়ের পর উইকেটে সেট হয়েও প্রবীণ জয়াবিক্রমের ঘূর্ণিতে হার মানলেন ওপেনার সাইফ হাসান (৩৪) ও নাজমুল হোসেন শান্ত (২৬)। অভিষেক টেস্ট খেলতে নামা এই লঙ্কান স্পিনার এর আগের ইনিংসে ৬ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দেয় সফরকারীদের। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২৬ ওভারে ৩ উইকেটে ১১২ রান করেছে সফরকারীরা। ব্যাটিংয়ে আছেন অধিনায়ক মুমিনুল হক (২৭) ও মুশফিকুর রহিম (১)। জয়ের জন্য আরও ৩২৫ রান দরকার টাইগারদের।

এর আগে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। স্বাগতিকেরা প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৪৯৩ রান নিয়ে।

শ্রীলঙ্কাকে বড় লিড এনে দেন দিমুথ করুনারত্নে। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৬৬ রান করেন লঙ্কান অধিনায়ক। এ ছাড়া ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাট থেকে আসে ৪১ রান।

চতুর্থদিনে বাংলাদেশের সফল বোলার তাইজুল। টেস্ট ক্যারিয়ারে অষ্টমবারের মতো তিনি দেখা পেলেন ৫ উইকেটের। তাইজুলের বলে নবম উইকেট হিসেবে সুরঙ্গা লাকমল আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করে লঙ্কানরা।

কেন্ডির পাল্লেকেলেতে দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হয় ২৯ এপ্রিল। সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ