Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৫, ১০ জুন ২০২১
আপডেট: ১১:০৪, ১১ জুন ২০২১

মৌলভীবাজারে করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ছাড়াল ২৬০০

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে। একই সময়ে জেলায় একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ৬ জন। 

বৃহস্পতিবার (১০ জুন) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ সকল তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শনাক্ত ১৯ জনের মধ্যে সর্বাধিক ১২ জনই কুলাউড়ার। এছাড়া সদর হাসপাতালে ৩ জন, রাজনগরে ২ জন, বড়লেখায় ১ জন এবং শ্রীমঙ্গলের ১ জন রয়েছেন। এর ফলে জেলায় মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬০৯ জনে।

যার মধ্যে সদরে ১৩৪ জন, রাজনগরে ১৪১ জন, কুলাউড়ায় ৩২১ জন, বড়লেখায় ১৬৮ জন, কমলগঞ্জে ১৮৬ জন, শ্রীমঙ্গলে ৩৩৯ জন, জুড়ী ১৩৮ জন এবং সদর হাসপাতালের ১ হাজার ১৮২ জন রয়েছেন।     

২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিকে মৌলভীবাজার ২৫ শয্যা হাসপাতালের তালিকায় দেখা হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু দাঁড়াল ৩১ জনে। 

মোট মৃতের মধ্যে রাজনগর ৩ জন, কুলাউড়া ১ জন, বড়লেখায় ১ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ২  এবং সদর হাসপাতালের ১৬ জন রয়েছেন। 

একদিনে সুস্থ হওয়া ৬ জনের মধ্যে সকলেই মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের। এনিয়ে জেলায় করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৩ জনে। 

যাদের মধ্যে সদরে ১১৭ জন, রাজনগরে ১২৯ জন, কুলাউড়ায় ২৫১ জন,  বড়লেখায় ১৬০ জন, কমলগঞ্জে ১৭৪ জন, শ্রীমঙ্গলে ৩০১ জন, জুড়ী ১১৭ জন এবং সদর হাসপাতালের ১ হাজার ১০৪ জন রয়েছেন।   

জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ২২১ জন। যাদের মধ্যে হাসপাতালে ১৯ জন এবং বাড়িতে ২০২ জন চিকিৎসাধীন রয়েছেন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়