Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৯, ১১ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:৫০, ১১ সেপ্টেম্বর ২০২১

শ্রীমঙ্গলের নবাগত ওসির সাথে প্রেসক্লাবের মতবিনিময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম অর রশীদ তালুকদারের সাথে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সাগরদিঘি সড়কের উপজেলা প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম অর রশীদ তালুকদার। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী।

এসময় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি এসকে দাশ সুমন, সিলেটটুডের নিজস্ব প্রতিবেদক হৃদয় দাশ শুভ, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার আহ্বায়ক আবু সিদ্দিক মুসা, শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ প্রমুখ।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গলের যানজট, চুরি ডাকাতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয়। পরে নবাগত ওসি এই বিষয়গুলোতে দ্রুত ব্যবস্থা নেবেন বলে জানান।

আইনিউজ/সাজু মারছিয়াং/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ