সিলেট প্রতিনিধি
আপডেট: ১৫:৩৩, ২৯ মে ২০২১
পঞ্চমবারের মতো ভূমিকম্পে কাঁপল সিলেট
পঞ্চমবারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। আজ দুপুর ২ টায় এই ভূকম্পন অনুভূত হয়।
এর আগে, শনিবার সকাল থেকে সিলেটে এক ঘণ্টার মধ্যে চার দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে ও ১১টা ৩৪ মিনিটে এসব ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. মাহমুদুল হাসান গণমাধ্যমকে এ বিষয়ে জানান, টানা পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে দুই নম্বর ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।
তবে সিলেটের ঠিক কোন স্থানে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
আরও পড়ুন: ভূমিকম্প হলে যে দোয়া পড়বেন
এর আগে ঢাকা আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম জানিয়েছিলেন, ‘আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। প্রথমবার ১০টা ৩৬ মিনিটে ৩ মাত্রার, ১০টা ৫১ মিনিটে ৪ দশমিক ১ এবং ১১টা ২৯ মিনিটে ২ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে'। তবে ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আরও পড়ুন: সিলেটে একদিনে কয়েকদফা ভূমিকম্প, ৭ দিন সতর্ক থাকার আহ্বান
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইএমএসসি বলছে, শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৬ মিনিটে সিলেটের ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভারতের আসাম-মেঘালয় অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ ও গভীরতা ছিল ১৫ কিলোমিটার।
আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























