Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৭, ২৯ মে ২০২১
আপডেট: ২০:৩১, ২৯ মে ২০২১

সিলেটে একদিনে কয়েকদফা ভূমিকম্প, ৭ দিন সতর্ক থাকার আহ্বান

একদিনে পাঁচবার ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। এতে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এতো কম সময়ের মধ্যে কয়েক দফা ভূ-কম্পন সহজভাবে নেয়ার বিষয় নয়। তাই আগামী সাতদিন নগরবাসীকে সচেতন থাকার আহবান জানানো হয়েছে।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পূরকৌশল বিভাগের অধ্যাপক জহির বিন আলম জানান,পর পর এতোবার ভূমিকম্প সিলেট অঞ্চলের পাশেই ডাউকি ফল্ট অঞ্চলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।

এত কম সময়ের মধ্যে কয়েক দফা ভূ-কম্পন হওয়ায় আগামী সাতদিন নগরবাসীকে সচেতন থাকতে বলেছেন তিনি।

উল্লেখ্য, সিলেটে শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচবার ভূমিকম্প হয়েছে।  এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার সকালে প্রথম দফা অনুভূত হয় ১০টা ৩৬ মিনিটে। ভূমিকম্পের সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়। এর রেশ কাটতে না কাটতেই ১০টা ৫১ মিনিটে, বেলা সাড়ে ১১টা ও ১১টা ৩৪ মিনিটে আবারো মৃদু ঝাঁকুনি অনুভূত হয় সিলেট অঞ্চলে।

সবশেষ বড় ঝাঁকুনি অনুভূত হয় বেলা ২টায়। ঘন ঘন এমন ঝাঁকুনিতে বিশেষ করে নগরীর উঁচু ভবনে থাকা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন:

পঞ্চমবারের মতো ভূমিকম্পে কাঁপল সিলেট

ভূমিকম্প হলে যে দোয়া পড়বেন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়