Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১২ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৯ ১৪৩২

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৮, ১২ জানুয়ারি ২০২৬

শ্রীমঙ্গলে ৩২ দলের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শুরু হয়েছে ফ্রিজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট। রোববার রাত ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের জানাউড়া বাজার সংলগ্ন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।

এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মো. শাহাব উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. আজির উদ্দিন, দৈনিক দিনকালের শ্রীমঙ্গল প্রতিনিধি রুবেল আহমেদ, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দক্ষিণা বিশ্বাস, গ্রাম পঞ্চায়েত ফারুক মিয়া, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার আহ্বায়ক সেলিম মাহমুদ, যুবদল নেতা শাকির আহমেদ, কালাম আহমেদ, হেলাল উদ্দিন কালা, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান তপু, পৌর ছাত্রদলের সদস্য সচিব গোলাল সরোয়ার রিমন, সিন্দুরখান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রব জেরিন, ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সহ-সভাপতি মেছবাহ মিয়া, আশিদ্রোণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইম আহমেদ, সহ-সভাপতি আলম মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী বক্তব্যে মো. শাহাব উদ্দিন বলেন, “১৯৯৭ সালের ১৫ জানুয়ারি আমি ও মো. আজির উদ্দিনের যৌথ উদ্যোগে সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংস্থা সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আজও সংস্থাটি সমাজকল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “এ ধরনের ফুটবল টুর্নামেন্ট গ্রামীণ ক্রীড়ার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করবে বলে আমরা আশাবাদী।”

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ওয়ার্কশপ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ও জে আর স্পোর্টিং ক্লাব।

ইএন/এসএইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়