Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

রাজন চন্দ

প্রকাশিত: ১৭:৪৯, ১৮ ফেব্রুয়ারি ২০২২

ছুটির দিনে শিমুল বাগানে দর্শনার্থীদের ভীড়

শিমুল বাগান। ছবি: রাজন চন্দ

শিমুল বাগান। ছবি: রাজন চন্দ

বসন্তের আগমন আর শুক্রবার ছুটির দিন মিলিয়ে হাজারো দর্শনার্থীদের আগমন ঘটেছে তাহিরপুর উপজেলার দেশের সর্ববৃহৎ শিমুল বাগানে।

শিমুলের লাল ফুল আর দর্শনার্থীদের উপচে পড়া ভীড় যেনো ফাগুনের আগুন জ্বলছে এই শিমুল বাগানে।

শুক্রবার সরেজমিনে বাগান ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থীদের আগমন ঘটেছে তাহিরপুর উপজেলার জয়নাল আবেদীন শিমুল বাগানে। প্রকৃতি আর কল্পনার যেনো মিলনমেলা চলছে  অপরুপ শিমুলের এই বাগানে। 

বিশাল শিমুল বাগানের একপ্রান্তে দাঁড়ালে অন্যপ্রান্ত দেখা যায় না। বাগানের ভেতর যেদিকেই চোখ যায় সেদিকেই সারি সারি শিমুল গাছের সৌন্দর্য। নৈসর্গিক সৌন্দর্যের এত বিশাল শিমুল বাগান দেশের আর কোথাও নেই। গাছের নিচে মাটিতেও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শিমুলের লাল ফুল। গাছ থেকে ফুল মাটিতে পড়ছে, থপ করে শব্দ হচ্ছে। ধুলোমাখা মাটি যেন ফুলে ফুলে সাজানো লালগালিচা! রূপকথার কোনো রাজ্য মনে হতে পারে একঝটকায়। বসন্তের মাসে অজস্র ফুটন্ত শিমুল ফুল যেন বদলে দিয়েছে বাগানের আশপাশ এলাকা।

শিমুল বাগান। ছবি: রাজন চন্দ 

শিমুল বাগান ঘুরতে আসা পর্যটক ফাহমিনা আক্তার বলেন, ছোট্ট মেয়কে নিয়ে শিমুল বাগান ঘুরতে এসেছি।  অসাধারণ শিমুলের সৌন্দর্য উপভোগ করে আমরা মা মেয়ে দুজনেই আনন্দিত।

আরও পড়ুন- ভ্রমণ কেনো গুরুত্বপূর্ণ?

সিলেট থেকে ঘুরতে আসা প্রেমিক যুগল রায়হান- রাকিবা জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের ইচ্ছে ছিলো কোনো একদিন সারাদিন শিমুল বনে ঘুরবো। ইচ্ছে পূরণ হলো। মনে হচ্ছে শিমুল ফুল আমাদের দু'জনের ভালোবাসা বাড়িয়ে দিলো।

শিমুল বাগান মালিক প্রয়াত জয়নাল আবেদীন এর পুত্র বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক বাগানের সৌন্দর্য উপভোগ করতে এসেছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ একাধিক রেস্টুরেন্ট আছে বাগানের ভেতরে। যেখানে থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে। 

আইনিউজ/রাজন চন্দ/এসডিপি

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়