Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৮, ২১ নভেম্বর ২০২৩

রংপুরে ট্রেন চলেছে, ঢাকা থেকে উত্তরবঙ্গে চলাচল স্বাভাবিক

ভোর পৌনে ৫টার দিকে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

ভোর পৌনে ৫টার দিকে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হবার প্রায় ৯ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোর পৌনে ৫টার দিকে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী দলের তৎপরতায় দুপুর ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইচ্যুত বগি উদ্ধার করতে আসে।

এ সময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনের ভুম বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যহত হয়। পরে ম্যানুয়ালি লাইনচ্যুত ট্রেনটির চাকাসহ বগিটি রেল লাইনে উঠানো হয়। পরে ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর সেটি ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর ১টা ৫০ মিনিটে রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সরিয়ে নেয়া হয়। পরে বেলা ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ে সূত্র জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টা ৫৭ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়