বিনোদন ডেস্ক
এবার জুয়ার অ্যাপে অপু, জয়া ও নুসরাত ফারিয়ার নাম
জুয়া বিতর্কে নতুন করে জড়ানো তিন অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া এবং অপু বিশ্বাস।
অনলাইনে জুয়া ভিত্তিক অ্যাপসে এখন সয়লাব হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো। ভারতের নামিদামি তারকারা এসব অ্যাপে জড়িয়ে আদালত পর্যন্ত গিয়েছেন। বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের নামের সঙ্গেও জড়িয়েছে এই বিতর্ক। এবার এবার জুয়ার অ্যাপে দেখা গেছে বাংলাদেশি তারকা অপু বিশ্বাস, জয়া আহসান ও নুসরাত ফারিয়ার নামও।
জানা গেছে, ‘বাবু ৮৮’ নামের একটি বেটিং অ্যাপের শুভেচ্ছাদূত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। এ ছাড়া দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এসব সাইটের বিজ্ঞাপনে দেখা গেছে জয়া আহসান ও নুসরাত ফারিয়াকে।
গত বছর এরকম একটি ওয়েবসাইটের বিজ্ঞাপনের মডেল হয়ে বিপাকে পড়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। যা নিয়ে তোলপাড় হয়েছিল দেশজুড়ে। এবার সেই পথেই দেখা গেল জনপ্রিয় এই নায়িকাদের।
একটি অনলাইন জুয়ার সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন জয়া আহসান ও নুসরাত ফারিয়া। যা ক্রিকেট বিশ্বকাপ চলাকালে (গত বছর অক্টোবর-নভেম্বর) প্রচারে আসে।
এ বিষয়ে সংবাদ মাধ্যমকে নুসরাত ফারিয়া বলেন, ‘আমার যে বিজ্ঞাপনে দেখা গেছে সেটি শুধু ভারতেই প্রচার হয়েছে। দেশে হয়নি। তবে তা ভারতে প্রচারের বৈধতা আছে কিনা তা বলতে পারেন নি নুসরাত। অভিনেত্রীর ইনস্টাগ্রামে এগুলোর প্রমোট করতে দেখা গেছে। যদিও, একই বিষয়ে কথা বলতে অভিনেত্রী জয়া আহসানকে পাওয়া যায়নি।
অন্যদিকে, অপু বিশ্বাস শুভেচ্ছাদূত হয়েছেন আরেকটি অনলাইন জুয়ার সাইটের। তারা বছরের শুরুতেই তার একটি ভিভিও পোস্ট করেছে। তবে অপু এটা মানতে নারাজ। বলছেন ওই ভিডিওটি ভুয়া।
সম্প্রতি বলিউড আর টালিউডের একাধিক তারকারও নাম জড়িয়েছে অনলাইন বেটিং সাইটের সঙ্গে। কয়েক মাস আগে একটি অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরক্টরেট (ইডি) রণবীর কাপুরকে তলব করেছিল।
এ ছাড়া, বেটিং অ্যাপের প্রচারে নেমে খবরের শিরোনাম হয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান