Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:১৯, ২০ জুন ২০২০

এবার করোনা হানা দিল সৌরভ গাঙ্গুলীর পরিবারে

করোনা এবার হানা দিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলীর পরিবারে। সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গাঙ্গুলীর পরিবারের তিন সদস্য।

যার হাত ধরে গাঙ্গুলীর ক্রিকেটার হওয়ার হাতেখড়ি, সেই বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলীর স্ত্রী এবং শ্বশুর-শাশুড়ি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাছাড়া তাদের বাড়ির এক গৃহকর্মীরও করোনা শনাক্ত হয়েছে। তবে স্নেহাশিষ গাঙ্গুলির পরীক্ষার ফল এসেছে নেগেটিভ।

শুক্রবার প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, স্নেহাশিষ গাঙ্গুলির শ্বশুর-শাশুড়ি গত সপ্তাহেই করোনা আক্রান্ত হয়েছেন।

বর্তমানে গৃহকর্মীসহ চারজনের সবাই কলকাতার মমিপুরে একটি প্রাইভেট নার্সিং হোমে আইসোলেশনে রয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের এক শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, চারজনই শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিল আমাদের। যেগুলো কি না করোনাভাইরাসের উপসর্গের সঙ্গে মিলে যায়।

তারা বেহালায় গাঙ্গুলীদের পৈতৃক বাড়িতে নয়, অন্য একটি বাড়িতে থাকছিলেন। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তাদের একটি নার্সিং হোমে নেয়া হয়েছে। শনিবার আরেকবার পরীক্ষা করে আক্রান্ত চারজনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়