প্রাণ-প্রকৃতি ডেস্ক
আপডেট: ২২:০২, ১৩ সেপ্টেম্বর ২০২০
গত ৫০ বছরে হারিয়ে গেছে দুই-তৃতীয়াংশ বন্যপ্রাণী

মানুষের নির্বিচার অত্যাচারে গত ৫০ বছরে দুই-তৃতীয়াংশ বন্যপ্রাণী হারিয়ে গেছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ)।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃতি আর পরিবেশকে মানুষ ধ্বংস করেছে নির্বিচারে। পাঁচ দশক ধরে। বন কেটে বানিয়েছে বসত। তাছাড়া এখন যে হারে মানুষ প্রকৃতি আর পরিবেশকে ধ্বংস করছে তা অতীতের সব রেকর্ডই ভেঙে দিয়েছে। আর এই ধ্বংসের ঘটনা যে অনতিদূর ভবিষ্যতে কমে যাবে, এমন কোনও ইঙ্গিতও নেই আপাতত।
বল্গা হরিণ
এ ব্যাপারে, ডব্লিউডব্লিউএফ-এর চিফ এগজিকিউটিভ তানিয়া স্টিলে বলেছেন, ‘‘আমরা যথেচ্ছ বন পোড়াচ্ছি, বন কেটে বসত বানাচ্ছি, নতুন নতুন শিল্পের জন্য গাছপালা কাটছি, সমুদ্র থেকে দেদার মাছ তুলছি। এই ভাবেই নির্বিচারে ধ্বংস করছি প্রকৃতি আর পরিবেশকে। বুঝতে পারছি না, এর ফলে আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। নিজেদের অস্তিত্বকেই বিপন্ন করে তুলছি।’’
১৯৭০ থেকে ২০১৬, এই প্রায় পাঁচ দশকে বন্যপ্রাণীর কী অবস্থা হয়েছে তার খতিয়ান দিতে গিয়ে ডব্লিউডব্লিউএফ-এর রিপোর্ট জানিয়েছে, স্তন্যপায়ী, পাখি, উভচর, মাছ ও সরীসৃপের ২০ হাজার প্রজাতির ৬৮ শতাংশই হারিয়ে গিয়েছে। সেই বিলুপ্তি সবচেয়ে বেশি হয়েছিল ১৯৭০ থেকে ১৯৯০ পর্যন্ত। তার পর নয়ের দশক থেকে গতি কিছুটা কমলেও সেই ধারাই মোটামুটি বজায় রয়েছে।
চশমাপরা হনুমান
‘জুলজিক্যাল সোসাইটি অব লন্ডন (জেডএসএল)’-এর সংরক্ষণ বিভাগের অধিকর্তা অ্যান্ড্রু টেরি বলেছেন, ‘‘পরিস্থিতি না বদলালে এই প্রজাতিগুলি অদূর ভবিষ্যতে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। তার ফলে সার্বিক ভাবে ভেঙে পড়বে বাস্তুতন্ত্র, বেঁচে থাকার জন্য যার উপর আমাদের নির্ভর করতেই হয়।’’ তিনি এও বলেছেন, বন্যপ্রাণীদের ধ্বংসের উপর মানুষের অস্তিত্ব কতটা নির্ভরশীল, সাম্প্রতিক অতিমারির ঘটনাই তার সবচেয়ে বড় প্রমাণ।
পাতি ডাহর
রিপোর্টে জানিয়েছে, মানুষের অত্যাচারে ২০০০ সাল থেকে ১৯ লক্ষ মাইল ভূমি হারিয়ে গিয়েছে। যা গোটা ব্রিটেনের ৮ গুণ। ১০ লক্ষ বন্যপ্রাণী বিলুপ্তির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। ১৩০ কোটি টন খাদ্য ফিবছর নষ্ট হচ্ছে। যার ফলে এক লক্ষ কোটি ডলার মূল্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজার্ভেশন অব নেচার (আইইউসিএন)’-এর সমীক্ষা জানাচ্ছে, প্রাণী ও উদ্ভিদের ১ লক্ষ প্রজাতির মধ্যে ৩২ হাজার প্রজাতি বিলুপ্তির মুখে পৌঁছে গিয়েছে।
আইনিউজ/এসডিপি
- ফুল | Flower | Eye News
- বিলুপ্ত প্রজাতির গন্ধগোকুল উদ্ধার; লাউয়াছড়ায় অবমুক্ত
- ফ্রি ডাউনলোড-গোলাপ ফুলের ছবি
- সুন্দরবন সুরক্ষায় গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্ভিদ প্রজাতির জরিপ করছে সরকার : পরিবেশমন্ত্রী
- জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ায় ছড়াচ্ছে রোগবালাই
- টর্নেডো: কি, কেন কীভাবে?
- শুশুক বাঁচলে বেঁচে যায় গোটা জলজ জীবন চক্র
- শাপলা ফুলের ছবি বৈশিষ্ট্য উপকারিতা ও বর্ণনা
- ফুল ছবি | Flower Photo | Download | Eye News