আই নিউজ ডেস্ক
ছাত্রলীগের খারাপ কাজকে প্রশ্রয় দেওয়া হবে না: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের (ছাত্রলীগের) কোনো খারাপ কাজকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গত শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গ ণ ধ র্ষ ণে র ঘটনা নিয়ে এসব কথা বলেন কাদের।
সেতুমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘খারাপ কাজ করে কেউ পার পায়নি। বিশ্বজিৎ হত্যায়ও কাউকে বিচারহীন থাকতে দেওয়া হয়নি। সংগঠনে থেকে কেউ কেউ খারাপ কাজ করতে পারে। দেখতে হবে দল কোনো ছাড় দেয় কি না। অপরাধ করে কেউ পার পাবে না—এ কথা দৃঢ়ভাবে বলতে চাই।’
এর আগে গত শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণ ধ র্ষ ণে র ঘটনা ঘটে। পরে রোববার সকালে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ৬ জনকে আসামি একটি মামলার করে আশুলিয়া থানায়। এরইমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আসামিরা প্রাথমিক ভাবে ঘটনার কথা স্বীকার করেছেন। তাদেরকে তদন্তের স্বার্থে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে দেশ জুড়ে এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাফিজুরসহ ৬ জনের সনদ স্থগিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। আর বহিষ্কার করা হয়েছে আরও ৩ জনকে। রোববার বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. মোস্তাফিজুর রহমানকে রোববার বিকেল থেকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং তাঁর সনদ স্থগিত করা হয়েছে। তাঁকে সহযোগিতাকারী একই বিভাগের শিক্ষার্থী মো. মুরাদ হোসেনকে সাময়িক বহিষ্কার ও সনদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মুরাদ, সাব্বির ও মোস্তফা মনোয়ার সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের