Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮, ২১ নভেম্বর ২০২০

জম্মু-কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে আবার গোলাগুলির ঘটনা ঘটেছে। জানা গেছে, এই ঘটনায় একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত নওসেরা সেক্টরে গোলাগুলি চলেছে। যার জেরে উত্তপ্ত হয় সীমান্ত।

এর আগে নগরোটা এনকাউন্টারের জম্মু-কাশ্মীরের চার জইশ জঙ্গি মারা যায়। ভারতের দাবি, বিপুল অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ নিয়ে বৃহস্পতিবার ভোরে সাম্বা সেক্টর দিয়ে ঢুকেছিল তারা।

নিহতদের কাছ থেকে পাঁচটি একে-৪৭, ছয়টি একে-৫৬ রাইফেল মিলেছে। এ ছাড়া ছিল তিনটি পিস্তল, এক প্যাকেট আরডিএক্স, ২০টি চীনা হ্যান্ড গ্রেনেড এবং ২০ কেজি বিস্ফোরক।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-শ্রীনগর হাইওয়ে ধরে একটি ট্রাকে চেপে কাশ্মীরে যাওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান থেকে আসা ওই জঙ্গিরা।

কিন্তু তার অনেক আগেই নগরোটা টোল প্লাজার সামনে ট্রাকটি তল্লাশির মুখে পড়লে জঙ্গিরা গুলি ছোড়ে। দুই পুলিশকর্মী গুলিবিদ্ধও হন। এর পরই সুরক্ষা বাহিনী ট্রাকটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তিন ঘণ্টা ধরে গুলির লড়াই চলার পর চার জঙ্গি মারা যায়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়