বিকাশ বিশ্বাস, শ্রীমঙ্গল
সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে নতুন ট্রেন চালুসহ ৮ দফা দাবি
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নতুন ট্রেন চালুসহ ৮ দফা দাবীতে মানববন্ধন। ছবি: আই নিউজ
সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে নতুন ট্রেন চালু ও সিলেট-আখাউড়া রেললাইন সংস্কারসহ ৮ দফা দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ৩ টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে শ্রীমঙ্গলের সর্বস্তরের নাগরিক বৃন্দ ও কুলাউড়া ৮দফা দাবী বাস্তবায়ন আন্দোলন পরিষদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ৮দফা দাবি জানায়। দাবিগুলো হলো- সিলেট-ঢাকা, সিলেট-কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ, আখাউড়া-সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট সেকশনে সকল বন্ধ সেস্টশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার, সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা এবং যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।
এতে উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, সহসাধারণ সম্পাদক মো. আলমাছ পারভেজ তালুকদার, প্রচার সম্পাদক এইচ ডি রুবেল, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এম মুছব্বীর আলী, সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, কালের কন্ঠ জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, কুলাউড়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল নি:শ্বার্থ মানবিক রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জহিরুল ইসলাম, আরফিন সুবেল, আশিকুল ইসলাম বাবু, সংবাদকর্মী মো. ইব্রাহিম আলী, সমাজকর্মী, ইকবাল আহমেদ, মো. রাসেল, মহি উদ্দিন রিপন, আব্দুল মজিদ, মুর্শেদ আউয়াল রাজ, আলমগীর হোসেন, শেখ মো. সুমন প্রমুখ।
উক্ত মানববন্ধনে শ্রীমঙ্গলসহ সিলেট বিভাগের সর্বস্তরের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ক্রিয়াশীল সামাজিক সংগঠন ক্লাব সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আই নিউজ/আরএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি


















