Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ৪ মে ২০২১
আপডেট: ১৫:২২, ৪ মে ২০২১

স্পিডবোট ডুবিতে ২৬ জনের মৃত্যু: চারজনের বিরুদ্ধে মামলা

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট ডুবিতে ২৬ জনের মৃত্যুর ঘটনায় শিমুলিয়া ঘাটের ইজারাদার, বোটের মালিক-চালকসহ চারজনের নামে মামলা হয়েছে।

সোমবার গভীর রাতে শিবচর থানায় মামলাটি দায়ের করেন নৌ-পুলিশের এসআই লোকমান হোসেন।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, দুর্ঘটনায় ঘাটের ইজারাদার ইয়াকুব বেপারী, বোটের মালিক কান্দু মোল্লা, জহিরুল ইসলাম ও চালক শাহ-আলমের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার (৩ মে) ভোরে শিমুলিয়া থেকে কমপক্ষে ৩১ যাত্রী নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা দেয় স্পিডবোটটি। বাংলাবাজার ঘাটের আধা কিলোমিটার আগে পুরাতন (কাঁঠালবাড়ী) ফেরিঘাটের কাছে এসে নোঙর করে রাখা একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে তলিয়ে যায় স্পিডবোটটি।

এ ঘটনায় তিন শিশু ও দুই নারীসহ ২৬ জনের লাশ উদ্ধার করা হয়। সোমবার রাতেই ২৬টি মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, দ্রুতগতির স্পিডবোটটি ধাক্কা লাগার কারণে বেশিরভাগ যাত্রীই মাথায় আঘাত পান। ফলে ঘটনাস্থলেই বেশীরভাগ যাত্রীর মৃত্যু হয়। শিশুসহ পাঁচজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন:

ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরা হলো না জবি শিক্ষার্থী শাহাদাতের

আর কেউ রইল না নয় বছরের মীমের

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়