নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪১, ৭ মে ২০২১
পদ্মায় স্পিডবোট ডুবিতে ২৬ প্রাণহানি: চালক মাদকাসক্ত ছিল

লাশ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় আহত চালক শাহ আলমকে মাদকাসক্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ থেকে করা ডোপ টেস্টে এ তথ্য পাওয়া গেছে।
বর্তমানে আহত চালক শাহ আলম গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার দিন প্রশাসনের নির্দেশে চালকের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করে রাখে স্বাস্থ্য বিভাগ।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক ঘোষ বলেন, জেলা প্রশাসনের নির্দেশে দুর্ঘটনা কবলিত স্পিডবোটের চালক শাহআলমের ডোপটেস্টের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে সে মাদকাসক্ত।
মাদারীপুরের ডিসি ড.রহিমা খাতুন বলেন, আমরা দুর্ঘটনা কবলিত স্পিডবোটের চালকের ডোপটেস্ট করেছি। ডোপটেস্টে মাদক সেবনের প্রমাণ মিলেছে। সে মাদকাসক্ত ছিলো।
তিনি আরো বলেন, মাদক সেবন করে আগামীতে কেউ স্পিডবোট চালাবে না। রেজিস্ট্রেশন ছাড়া কোনো স্পিডবোট চলাচল করার সুযোগ দেয়া হবে না। লাইসেন্স ছাড়া কোনো চালকও থাকবে না। লাইসেন্স প্রাপ্তচালকদেরও নিয়মিত ডোপটেস্ট করা হবে।
উল্লেখ্য, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় ৩১ যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরোনো ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। এতে সব যাত্রী পানিতে পড়ে যান। পরে নদী থেকে একে একে ২৪ লাশ উদ্ধার করা হয়। ছয়জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরো দুজনের মৃত্যু হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন:
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন