Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩, ৭ মে ২০২১
আপডেট: ১৬:৪১, ৭ মে ২০২১

পদ্মায় স্পিডবোট ডুবিতে ২৬ প্রাণহানি: চালক মাদকাসক্ত ছিল

লাশ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

লাশ উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে স্পিডবোট ডুবির ঘটনায় আহত চালক শাহ আলমকে মাদকাসক্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ থেকে করা ডোপ টেস্টে এ তথ্য পাওয়া গেছে।

বর্তমানে আহত চালক শাহ আলম গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার দিন প্রশাসনের নির্দেশে চালকের ডোপ টেস্টের নমুনা সংগ্রহ করে রাখে স্বাস্থ্য বিভাগ।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক ঘোষ বলেন, জেলা প্রশাসনের নির্দেশে দুর্ঘটনা কবলিত স্পিডবোটের চালক শাহআলমের ডোপটেস্টের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে সে মাদকাসক্ত।

মাদারীপুরের ডিসি ড.রহিমা খাতুন বলেন, আমরা দুর্ঘটনা কবলিত স্পিডবোটের চালকের ডোপটেস্ট করেছি। ডোপটেস্টে মাদক সেবনের প্রমাণ মিলেছে। সে মাদকাসক্ত ছিলো। 

তিনি আরো বলেন, মাদক সেবন করে আগামীতে কেউ স্পিডবোট চালাবে না। রেজিস্ট্রেশন ছাড়া কোনো স্পিডবোট চলাচল করার সুযোগ দেয়া হবে না। লাইসেন্স ছাড়া কোনো চালকও থাকবে না। লাইসেন্স প্রাপ্তচালকদেরও নিয়মিত ডোপটেস্ট করা হবে।

উল্লেখ্য, মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে সোমবার সকাল পৌনে ৭টায় ৩১ যাত্রী নিয়ে স্পিডবোটটি ছেড়ে আসে। এ সময় মাদারীপুর কাঁঠালবাড়ী বাংলাবাজার পুরোনো ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায় স্পিডবোটটি। এতে সব যাত্রী পানিতে পড়ে যান। পরে নদী থেকে একে একে ২৪ লাশ উদ্ধার করা হয়। ছয়জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে আরো দুজনের মৃত্যু হয়।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন:

আর কেউ রইল না নয় বছরের মীমের

ইন্টারভিউ দিয়ে বাড়ি ফেরা হলো না জবি শিক্ষার্থী শাহাদাতের

মাদারীপুরে স্পিডবোট ডুবি: নিহতদের বেশিরভাগের মাথায় ছিল আঘাত

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ