Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১২, ১০ মে ২০২১
আপডেট: ১৪:১৩, ১০ মে ২০২১

কুয়াকাটায় ভেসে এলো আরও দুই মৃত ডলফিন

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরও দুইটি মৃত ডলফিন। এর আগে রোববার সকালে একটি মৃত ডলফিন ভেসে আসে।

জানা গেছে, রোববার রাত ৯টা ও সোমবার সকাল ৮টার দিকে সৈকতে ভেসে আসা মৃত ডলফিন দুটি উদ্ধার করা হয়। এর আগের ডলফিনটি উদ্ধার করা হয় রোববার সকাল ১১ টার দিকে। উদ্ধারকৃত তিনটি মৃত ডলফিন সোমবার সকালে মাটি চাপা দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ডলফিনগুলোর শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালের আঘাতে মৃত্যু হয়েছে।

কুয়াকাটা সমুদ্র সৈকতে এর আগেও ভেসে আসে বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি। তবে কি কারণে এসব সামুদ্রিক জীবের মৃত হচ্ছে সেটা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ। 

কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার গণমাধ্যমকে জানান, রোববার দুটি ও সোমবার সকালে আরও একটি মৃত ডলফিন ভেসে আসে। মোট তিনটি মৃত ডলফিন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসে। একটি বড় সাইজের আর বাকি দুটি ছোট সাইজের। ডলফিনগুলোকে মাটি চাপা দেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ