নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:১৫, ১০ মে ২০২১
বিক্ষোভ ও সড়ক অবরোধের পর ১০ দিনের ঈদের ছুটি পেয়েছে শ্রমিকরা

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় বিক্ষোভ করেছেন স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা। এসময় শ্রমিকরা সড়ক অবরোধও করেন। সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভ পুলিশের মধ্যস্থতায় বিকেলের দিকে শেষ হয়। অবশেষে ১০ দিনের ছুটি মঞ্জুর হয়েছে শ্রমিকদের।
সোমবার (১০ মে) সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশীতে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের সামনে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। দুপুর ১২টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ।
পরে শ্রমিকরা আবার একত্রিত হলে পুলিশের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শ্রমিকরা ছাড়াও সংঘর্ষের ঘটনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল এসপি জালাল হাওলাদার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি এস আলম, সিটিএসবি পুলিশের এসআই রুবেল, সিটিএসবি পুলিশের এসআই কামাল হোসেন, পুলিশের এসআই লিটন, কনস্টেবল এনামুল হোসেনসহ অজ্ঞাত আরও তিন পুলিশ সদস্য আহত হয়েছে। বিস্তারিত...
আন্দোলনরত শ্রমিকরা বলেন, ঈদের বাড়তি ছুটি ও বাড়ি যাওয়ার যথাযথ বন্দোবস্তই হতে পারে সমাধান। একদিকে ছুটি কম, আরেকদিকে সব বন্ধ। নিম্নআয়ের মানুষরা কী করবে?
পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টায় ঘটনাস্থলে উপস্থিত হন।
বিকেল ৩টার দিকে ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, কালশী রোডে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিয়েছে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের মালিকপক্ষ। তারা শ্রমিকদের ঈদের ১০ দিনের ছুটির দাবি মেনে নিয়েছে।
তবে আজকে বিক্ষোভের কারণে কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা বলেন, আজ ছুটির জন্য আন্দোলন করলাম। এ সময় আমরা গার্মেন্টসের ডিউটি করিনি, এই চার ঘণ্টা ডিউটি ঈদের ছুটি কাটিয়ে আসার পরে যেকোনো একদিন করে দেব।
আইনিউজ/এসডি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন