Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১১ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩২, ২৫ মে ২০২১
আপডেট: ১৭:৪০, ২৫ মে ২০২১

দেশে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রামে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন চট্টগ্রাম বিভাগে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮ জনেরই মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে আটজন, রাজশাহীতে চারজন, খুলনায় তিনজন, বরিশালে তিনজন, সিলেটে একজন এবং রংপুর বিভাগে তিনজনের মৃত্যু হয়।

শুধুমাত্র ময়মনসিংহ বিভাগে এদিন কারো মৃত্যু হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ঈদে রাজধানী থেকে চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগে যাওয়ার কারণে সেখানে মৃতের সংখ্যা বাড়তে পারে।

দেশে এখন পর্যন্ত ১২ হাজার ৪৪১ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে সর্বাধিক মৃত্যু ঢাকা বিভাগে, ৭ হাজার ১২৭ জন (৫৭ দশমিক ২৯ শতাংশ)।

দেশে ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৬৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯২ হাজার ১৯৬ জনে।

এদিকে দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ২ রোগী শনাক্ত হয়েছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন আজ মঙ্গলবার (২৫ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুধু শনাক্তই নয় রাজধানীর বারডেম হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে একজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। গত ২২ মে হাসপাতালটির একজন রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে, ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ