Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৮, ১৮ নভেম্বর ২০২১

পুলিশ কনস্টেবল নিয়োগে প্রক্সি দিতে এসে আটক ছাত্রলীগ কর্মী

বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি (আসল জনের বদলে নকল একজন) দিতে এসে আটক হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ.কে আরাফাত। আটক আরাফাত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র। এছাড়াও তিনি ভোলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।

বুধবার (১৭ নভেম্বর) দুপুরে বরিশাল নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড ক‌লে‌জে এ ঘটনা ঘটে।

আটক এ.কে আরাফাত ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের একাউ‌ন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভা‌গের বি‌বিএ শেষ ব‌র্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

তিনি বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) পরীক্ষার্থী উজিরপুর উপজেলার সাতরাল গ্রামের জীবন হালদারের ছেলে সৌরভ হালদারের স্থানে প্রক্সি দি‌তে আসে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্র ভোলা জেলার দৌলতখান উপজেলার। তার পরীক্ষার কাগজপত্র যাচাই-বাছাইকালে পরীক্ষা পরিদর্শকের কাছে সন্দেহ হয়।

পরীক্ষায় অংশগ্রহণকারী ও কাগজপত্রের ব্যক্তির ছবি অমিল হয়। তখন জিজ্ঞাসাবাদে এ.কে আরাফাত স্বীকার করে ৩০ হাজার টাকায় প্রক্সি দিতে এসেছে। তাকে তাৎক্ষণিক আটক করা হয়।

আইনিউজ/এসডি

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন

কোম্পানি কমান্ডারের নাম নেই মুক্তিযোদ্ধা তালিকায়

চারিদিকে যখন একই কথা শুনি পঁচাত্তরের কথা মনে পড়ে : শামীম ওসমান

ক্ষুব্ধ ভিপু নূর, ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ | গণঅধিকার পরিষদ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়