Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

হুমায়ুন কবির, রাণীশংকৈল প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ২৫ নভেম্বর ২০২১

রাণীশংকৈলে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নবগঠিত কমিটির শপথ গ্রহণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ ৮৮)এর ত্রি-বার্ষিক নবগঠিত কমিটির শপথ গ্রহণ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন'র আহবায়ক নূর ইসলাম ছুটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও  আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা।

এছাড়াও প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা মোটর পরিববন শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ আলী বাটলা।

এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তার আলম, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,  জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ জেড সুলতান, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষা অফিসার রবিউল ইসলাম সবুজ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।

এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-শ্রমিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন কমিটির শ্রমিক সংগঠনকে স্বাগত জানানো হয়।

আইনিউজ/হুমায়ুন কবির/এসডি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ