Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৪ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ২৫ নভেম্বর ২০২১
আপডেট: ২১:১৩, ২৫ নভেম্বর ২০২১

মেয়র জাহাঙ্গীর বরখাস্ত : গাজীপুর সিটির দায়িত্বে কিরণ

ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও বহিষ্কারকৃত মেয়র জাহাঙ্গীর (ডানে)।

ভারপ্রাপ্ত মেয়র কিরণ ও বহিষ্কারকৃত মেয়র জাহাঙ্গীর (ডানে)।

সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের স্থানে বসছেন গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ। আজ বৃহস্পতিবার বিকালে তাকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দ্বিতীয়বারের মতো মেয়রের চেয়ারে বসছেন।

বৃহস্পতিবার বিকালে মেয়র জাহাঙ্গীরকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে বরখাস্ত করার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এরপর গঠন করা হয় তিন কাউন্সিলরের সমন্বয়ে একটি মেয়র প্যানেল, যার প্রথমে ছিল কিরণের নাম।

কিরণ এর আগে গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক এমএ মান্নান জেলে যাওয়ার পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।

এবার দ্বিতীয় মেয়াদে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে বসতে যাচ্ছেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিল আসাদুর রহমান কিরণ। তিনি ২০১৩ সালের প্রথম নির্বাচনে ও ২০১৮ সালের দ্বিতীয় নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন।

এর আগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গাজীপুরের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজকের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে। সেখানে একজনকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জমি দখলসহ তার বিরুদ্ধে অনেক অভিযোগ মন্ত্রণালয়ে জমা হয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে তাকে মেয়র পদ থেকে অপসারণ করা হবে।

গত ১৯ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দল থেকে আজীবনের জন্য জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়। তার স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

‘চোরাকারবারির বাড়ি’ সাইনবোর্ড অমানবিক : বিজিবির প্রতি ক্ষোভ ব্যারিস্টার সুমনের

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ