Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৭, ২৮ নভেম্বর ২০২১

নৌকাকে হারিয়ে তৃতীয় লিঙ্গের ঋতুর জয়

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকাকে বড় ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ঋতু।

রোববার (২৮ নভেম্বর) উপজেলা নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে জানা যায়, নজরুল ইসলাম ঋতু ৯ হাজার ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম ছানা (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৪০৪ ভোট।

বিজয়ী চেয়ারম্যান ঋতু উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান।

বিজয়ের পর সাংবাদিকদের ঋতু বলেন, ‘এ জয় ত্রিলোচনপুর ইউনিয়নবাসীর। প্রত্যেক মানুষের কাছে আমি ঋণী। কাজের মাধ্যমে মানুষের ঋণ শোধ করার চেষ্টা করব।’

আইনিউজ/এসডিপি 

আরও পড়ুন-

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার বিজয়ী মহসীন মিয়া মধু

পঞ্চম ধাপে মৌলভীবাজারের যেসব ইউনিয়নে ভোট ৫ জানুয়ারি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ