Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ৫ ডিসেম্বর ২০২১
আপডেট: ১৯:৫৩, ৫ ডিসেম্বর ২০২১

বানারীপাড়া ডিগ্রি কলেজ গভর্নিং বডি নির্বাচনে রাহাদ সুমনসহ ৩ জন নির্বাচিত

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত রাহাদ সুমন, মো. আলতাফ হোসেন ও মো. জাহিদ হোসেন ফারুক।

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত রাহাদ সুমন, মো. আলতাফ হোসেন ও মো. জাহিদ হোসেন ফারুক।

বরিশালের বানারীপাড়ায় ডিগ্রি কলেজের গভর্নিং বডির ৩টি অভিভাবক সদস্য পদে নির্বাচনে বানারীপাড়া  প্রেসক্লাব ও  জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বন্দর মডেল স্কুলের সভাপতি রাহাদ সুমনসহ তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) বানারীপাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির নির্বাচনে রিটার্নি অফিসার ও কলেজ অধ্যক্ষ মোসাম্মৎ আফরোজা বেগম বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আইনিউজের প্রতিনিধি রাহাদ সুমন, পৌরসভার হিসাব সহকারী মো. আলতাফ হোসেন ও পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ হোসেন ফারুককে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হিসেবে তালিকা প্রকাশ করেন।

আগামী ১৯ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য থাকায় ওই দিন চূড়ান্তভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হবে।

এর আগে ১ ডিসেম্বর অপর অভিভাবক সদস্য প্রার্থী ইতালি প্রবাসী মো. শাহিন খোকন ও নাসরিন সুলতানা মিনু তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

এদিকে বানারীপাড়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত তিন অভিভাবক সদস্যকে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আইনিউজ/রাহাদ সুমন/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ