Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

হাবিবুল হাসান, ডিমলা

প্রকাশিত: ১৬:০৩, ১৬ ডিসেম্বর ২০২১

ডিমলায় মহান বিজয় দিবস উদযাপন

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রসাশনের আয়োজনে ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে পবিত্র কোরআন তেলাওয়াতসহ দিনের কর্মসুচি শুরু হয়। 

আরও পড়ুন- মৌলভীবাজারে মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, ওসি তদন্ত বিশ্বদেব রায়, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সামছুল হক, ভাইচ চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ আয়শা সিদ্দিকা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারি-আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,  রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বিজয় দিবসে পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, আনসার বাহিনী, স্কাউটস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সন্মিলিত কুচকাওয়াজ, শিশু- কিশোরদের শারীরিক কসরত প্রর্দশন ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। 

আরও পড়ুন- ২৬ বছর ধরে বিজয়ের দিনেও নিখোঁজ হান্নানের পরিবারে বিষাদের ছায়া

দুপুর ২ টায় মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে উপজেলা অডিটরিয়াম হলরুমে সকল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের মাঝে সংবর্ধনা দেওয়া হয়। বিকাল ৩.৩০ জাতীয় পতাকা হাতে রেখে মাস্ক পড়ে সূর্বণজয়ন্তী এবং মুজিব বর্ষের শপথ বাক্য পাঠ করানো হয়।

আইনিউজ/হাবিবুল হাসান/এসডিপি 

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ