ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট: ০০:০০, ১৮ ডিসেম্বর ২০২১
ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবরের সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান সংবাদ সম্মেলন করেছেন। তার কর্মী ও সমর্থকদের ওপর হুমকির প্রতিবাদে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
শুক্রবার ১৭ ডিসেম্বর দুপুরে রুহিয়া থানাধীন ভেলারহাটের আনারসের নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনারস প্রার্থী হাফেজ মজিবর রহমান লিখিত বক্তব্যে বলেন, নির্বাচন প্রচারণা শুরু করার পূর্বে নৌকার প্রার্থী রোমান বাদশার ছোট ভাই রেজভী ও ওবাইদুরসহ তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে প্রকাশ্যে দিবালোকে নির্বাচনী কার্যক্রম না চালাতে হুমকি দিয়ে আসছে। আমার নির্বাচনী প্রচারণা চালালে মিথ্যা মামলা, গুম ও ভয়-ভীতিসহ ভোট কেন্দ্র থেকে ভোট বাক্স তুলে নিয়ে যাবে বলে প্রচারণা চালাচ্ছে।
আরও পড়ুন- ভাসানচরের পথে আরও পাঁচ শতাধিক রোহিঙ্গা
গত ১৪ ডিসেম্বর রাতে নৌকার প্রার্থীর ছোট ভাই রেজভী আলমের নেতৃত্বে আনারস মার্কার মোটরসাইকেল শো-ডাউন প্রচারণায় পথরোধ করে। আমার সমর্থকদের মারধরসহ গাড়ি ভাঙচুর করে।
এদিকে, ১৫ ডিসেম্বর রাতে আবারো কিছু ভাড়াটিয়া সন্ত্রাস বাহিনী দিয়ে দেশীয় অস্ত্র রামদা, ছুরি ও লাঠিসোটা নিয়ে আনারস সমর্থকদের বিভিন্ন কৌশলে ভয় ভীতিসহ আনারস নির্বাচনী অফিস ভাঙচুর, ব্যানার ফেস্টুন ও পোস্টার নষ্ট করেন। নৌকার সমর্থক ২০-৩০টি মোটরসাইকেল শো-ডাউন চালিয়ে ইউনিয়নব্যাপী তান্ডব চালায়।
আরও পড়ুন- বাংলাদেশের ভালোবাসা আমাকে গভীরভাবে ছুঁয়েছে : রামনাথ কোবিন্দ
তিনি আরো বলেন, এতে জনগণ ভয়ে আতঙ্কিত হচ্ছে ফলে নির্বাচনীয় পরিবেশ নষ্ট হতে পারে।
তিনি জানান, ২নং আখানগড় ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২১ নিরপেক্ষ করার লক্ষে সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আখানগর ইউনিয়নের আনারস মার্কার সমর্থক ও সকল নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
জলময়ূরের সাথে একদিন | বাইক্কা বিল | ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন