Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

মো. হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)

প্রকাশিত: ২০:২০, ২১ ডিসেম্বর ২০২১

শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে ডিমলায় প্রতিদ্বন্দ্বিদের মতবিনিময়

আগামী ২৬ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নীলফামারীর ডিমলায় আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকল চেয়ারম্যান প্রার্থীসহ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদ মাঠে সাতটি ইউনিয়নের সকল চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড সদস্য (মহিলা) ও সাধারন ওয়ার্ড সদস্য পদপ্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ডিমলা উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবা আকতার বানুর সঞ্চালনায় বেলায়েত হোসেন উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হাফিজুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) নীলফামারী। এসময় বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম পুলিশ সুপার নীলফামারী, জি. এম. সাহাতাব উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর অঞ্চল, রংপুর, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার, মোহাম্মদ আলী সহকারী পুলিশ সুপার (ডোমার-ডিমলা সার্কেল), অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম, বিশ্বদেব রায় ডিমলা থানার ওসি (তদন্ত)।

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, সুষ্ঠ অবাধ নির্বাচনের মাধ্যমে আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোন প্রকার বিশৃঙ্খলা ও সহিংসতা করার চেষ্টা করবেন না। যে প্রার্থী বিজয়ী হবে সে প্রার্থীকে মেনে নেওয়ার জন্য আহবান জানান।

আইনিউজ/হাবিবুল হাসান হাবিব/এসডি

দেখুন আইনিউজের বিভিন্ন ভিডিও খবর

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

মৌলভীবাজারে ১৩৩ টাকায় পুলিশে চাকরি পেলেন ৪০ বেকার তরুণ

পাকিস্তান দলকে সমর্থনকারী বাংলাদেশিদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা

বাংলাদেশের সাংস্কৃতিক উৎসবে মুগ্ধ বিদেশিনী

মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত

এছাড়াও যে কোনও ভিডিও সংবাদের জন্য ভিজিট করুন আইনিউজের ভিডিও আর্কাইভস

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ