Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৩, ২৪ ডিসেম্বর ২০২১
আপডেট: ২১:০৮, ২৪ ডিসেম্বর ২০২১

ঠাকুরগাঁওয়ে মেহেদি হত্যাকাণ্ড : গ্রেফতার ৩

নিহত স্কুলছাত্র মেহেদি

নিহত স্কুলছাত্র মেহেদি

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে মেহেদির (১৬) মৃত্যুর ঘটনায় আরমান (১৬) ও গালিব (১৬) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা নিহত মেহেদির বন্ধু ছিলো। একই সঙ্গে আরমানের দাদা আকবর আলমকেও (৬২) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে তিনজনকে গ্রেফতার দেখায় পুলিশ। এর আগে মেহেদির বাবা মালেক চারজনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

আরও পড়ুন- ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে স্কুলছাত্রের মৃত্যু

গ্রেফতারকৃত আরমান ও গালিব হাসপাতালে ভর্তি ছিলো। আর আকবর আলমকে জিজ্ঞাসাবাদের জন্যে আগেই থানায় নেওয়া হয়েছিলো। মামলার চার নম্বর আসামি আরমানের বাবা জুয়েল ইসলাম পলাতক রয়েছেন।

মামরার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিবেশি গালিব বাসা থেকে মেহেদিকে ডেকে নিয়ে যায়। পরে আরমান ও তার বাবা জুয়েল তাদের সঙ্গে মিলিত হয়। তিনজন এক হয়ে মেহেদিকে নিয়ে দুরামারিতে চা খেতে যায়। আরও পরে আকবর সেখানে যোগ দিয়ে মেহেদিকে আহত করলে এক পর্যায়ে মেহেদির মৃত্যু হয়।

আরও পড়ুন- রাণীশংকৈলে গ্রামীণ আই কেয়ার সেন্টারের উদ্বোধন

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা আাগে থেকেই সন্দেহের তালিকায় ছিলো। পরে তাদের নাম উল্লেখ করেই মামলা হলে প্রাথমিক সত্যতা পাওয়ায় গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, আরমান ও গালিব পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আকবরকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার ২২ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দুরামারির শামিমের হোটেলের পাশে দুই গ্রুপের সংঘর্ষে  মেহেদি ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

ক্রিকেট ব্যাট হাতে মাঠে ডিসি-এসপি

ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য

দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ