Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

ডিমলা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ২৫ ডিসেম্বর ২০২১

প্রস্তুতি শেষ, ডিমলার সাত ইউনিয়নে রোববার ভোট

চতুর্থ ধাপে নীলফামারীর ডিমলা উপজেলার সাত ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার (২৬ ডিসেম্বর)। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের সব প্রস্তুতি শেষ। প্রিজাইডিং অফিসার, পোলিং, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা শনিবার নির্ধারিত কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিচ্ছেন। 

রোববার ডিমলার সাতটি ইউনিয়নে ৮৮টি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী। এর নৌকা প্রতীকে ০৭ জন, আনারস প্রতীকে ০৭ জন, চশমা প্রতীকে ০৬ জন, ঘোড়া প্রতীকে ০৩ জন, মটরসাইকেল প্রতীকে ০৫ জন, দুটি পাতা প্রতীকে ০২ জন, অটোরিক্সা প্রতীকে ০১ জন, হাতুড়ি প্রতীকে ০২ জন, হাতপাখা প্রতীকে ০১ জন রয়েছেন।

আরও পড়ুন- সুষ্ঠু নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীদের সংবাদ সম্মেলন

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পশ্চিম ছাতনাই ইউনিয়নে ১৬ হাজার ৭৭৬ জন, বালাপাড়া ইউনিয়নে ২৪ হাজার২১৮ জন, ডিমলা ইউনিয়নে ৩৪ হাজার ২৯৬ জন, নাউতারা ইউনিয়নে ২৬ হাজার ৩২১ জন, খালিশা চাপানী ইউনিয়নে ২৪ হাজার ৮৩৬ জন, ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ২৪ হাজার ৯৩৭ জন, পূর্ব ছাতনাই ইউনিয়নে ১১ হাজার ৬১৪ জন ভোটার রয়েছেন।

 উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য ২৬ ডিসেম্বর সকলের সহযোগিতা কামনা করছি। 

আরও পড়ুন-  লঞ্চে অগ্নিকাণ্ড : যমজ বোনের মরদেহ নিলেন মামা, নিখোঁজ মা 

উপজেলা নির্বাচন অফিসার মাহাবুবা আকতার বানু বলেন, প্রতিটি কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হবে। প্রার্থীদের নির্বাচনী নীতিমালা মেনে চলতে বলা হয়েছে আশা করছি কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে । 

ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম বলেন, ভোট কেন্দ্রে বা কেন্দ্রের আশপাশে বিশৃংখলা ও সহিংসতা হতে বিরত থাকার আহবান জানান ভোটারদের।

আইনিউজ/ হাবিবুল হাসান হাবিব/এসডিপি

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়া, দেশে চিকিৎসা নেই

শ্রীমঙ্গল পৌরসভায় চতুর্থবার মেয়র হলেন মহসীন মিয়া মধু

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ