Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ২৯ ডিসেম্বর ২০২১

রাঙামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে ২ জন নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দু’পক্ষের গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক স্থানে এই ঘটনা ঘটে। 

রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল চাকমা জানান, ইউপিডিএফ গণতান্ত্রিক দল ও সন্তু লারমার জেএসএস দলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলিতে দুই জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি সদস্যরা আছেন।

আরও পড়ুন- ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বিজিবির সোর্সকে গুলি করে হত্যা

ইউপিডিএফ গণতান্ত্রিক দলের প্রধান শ্যামল চাকমার অভিযোগ, দলের উপজেলা সমন্বয়ক জেনন চাকমা দোকানে বসে ছিলেন। এ সময় সন্তু লারমার জেএসএস দলের কয়েকজন তাকে গুলি করে হত্যা করে। তবে এ ঘটনায় সন্তু লারমার জেএসএস দলের কারও বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, দুই কিলো নামক স্থানে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের একজন ও জেএসএস মূল দলের একজন নিহত হয়েছেন। আরও একজন আহতের খবর পাওয়া গেছে। 

আরও পড়ুন- দেশে আরও ৩ জন ওমিক্রন আক্রান্ত

বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক মো. আসাদ জানান, ঘটনাস্থলে দুই জনের মরদেহ পড়ে আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আইনিউজ/এসডিপি 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

বাংলাদেশের বাজারে এলো করোনার মুখে খাওয়ার ক্যাপসুল

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ