নিজস্ব প্রতিবেদক
প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ নেতাকর্মী

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিরোধ মীমাংসা করতে গিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ আহত হয়েছেন অন্তত ১০ নেতাকর্মী।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বটতলার নিচে আগে অবস্থান নেন। একই জায়গায় মিছিল নিয়ে আসেন ঢাবির জসীমউদ্দীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় জায়গা দখল নিয়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষ থামাতে মঞ্চ থেকে বটতলার নিচে আসেন কেন্দ্রীয় সভাপতি জয় এবং সাধারণ সম্পাদক লেখক। এ সময় ইট, চেয়ার, বাঁশ ছোড়াছুড়ি শুরু হলে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন আহত হন
সংঘর্ষের পর নেতাকর্মীরা সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ নিয়ে বিকাল পৌনে ৪টায় অনুষ্ঠানস্থলে আসেন লেখক।
আহত অন্যরা হলেন জহিরুল হাসান অমি (২২), মাহাবুব (২২), হিরু (২৫), গালিব (২২), রোমান মাহমুদ (২৬), সালমান (২৩), অপু (২৫), শিমুল (২৩) ও জুবায়ের (২২)। তাদের ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আইনিউজ/এসডি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
দু’সপ্তাহে সাতটি হাতির মৃত্যু, বাংলাদেশ থেকে বিলুপ্তির আশঙ্কা
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন