Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

হাবিবুল হাসান, ডিমলা

প্রকাশিত: ১৭:৩৫, ৫ জানুয়ারি ২০২২

তীব্র শীত উপেক্ষা করে ডিমলার কৃষকরা আগাম বোরো ধান রোপনে ব্যস্ত

নীলফামারীর ডিমলার কৃষকরা তীব্র শীত উপেক্ষা করে বোরো ধান রোপন করছেন। উপজেলার বুড়ি তিস্তা নদীর পূর্বপাশ সংলগ্ন ২নং বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা ও দক্ষিণ সুন্দর খাতা গ্রামের কৃষকরা সকাল থেকে এই কাজে ব্যস্ত সময় পার করে থাকেন। 

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮ টায় সরেজমিনে দেখা যায়, তীব্র শীত উপেক্ষা করে আগাম বোরো ধানের চারা রোপনের জন্য স্থানীয় শ্রমজীবি শ্রমিকরা ট্রাক্টর দিয়ে হাল চাষ, ধানের চারা উঠানো, জমিতে মই টানা, কোদাল দ্বারা আইল ছাটানোর কাজ করছেন।

আরও পড়ুন- টাঙ্গাইলে গুজব ছ‌ড়ি‌য়ে ৪০০ ব্যালট ছিনতাই

স্থানীয় কৃষক আব্দুল হামিদ নিজের পাঁচ বিঘা জমিতে হাইব্রীড জাতের বোরো ধানের চারা রোপন করে। তিনি বলেন, গত বছরের চেয়ে এবারে বোরো ধানের আবাদে খরচ বেশি। ট্রাক্টরের ভাড়া, শ্রমিকের দাম, সার, কীটনাশক সহ সেচমূল্য উর্ধ্বমুখী। আমাদের জমিগুলো নিচু, এক ফসল ছাড়া দুই ফসল ঘরে তুলতে পারি না তাই আগাম হাইব্রীড জাতের বোরো ধানের চারা রোপন করছি। 

কৃষক ওয়াহেদ আলী জানান, প্রাকৃতিক দুর্যোগ বন্যার পানিতে বুড়িতিস্তা নদীর পূর্বপাশ ঘেষে বালাপাড়া ইউনিয়নের সুন্দর খাতা মাইঝালীর ডাঙ্গা গ্রামের কচুবাড়ীর দলায় অবস্থিত বাঁধটি ভেঙে যায়। বাঁধটি মেরামত না হওয়ায় নিজ সুন্দর খাতা, মধ্যম সুন্দর খাতা, দক্ষিণ সুন্দর খাতা গ্রামের প্রায় হাজার হাজার বিঘা জমিতে বর্ষা মৌসুমে আমন ধান রোপন করতে পারি না। বোরো ধান কর্তনের সময় বাঁধের ভাঙা অংশ দিয়ে বন্যার পানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি করে। তাই পৌষ মাসের মাঝামাঝিতে আগাম ধান রোপন করছি। 

আরও পড়ুন- সুনামগঞ্জে ভোটারদের পান খাওয়াচ্ছেন মহিলা সদস্য প্রার্থীর সমর্থকরা

স্থানীয় জমির মালিক বকুল হোসেন জানান, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুড়ি তিস্তা নদীটি খননের উদ্যোগ গ্রহণ করলে এ এলাকার কৃষকেরা যেমন উপকৃত হবে তেমনি এ এলাকার কৃষকের ফসলি জমি বাড়বে। 

এ বিষয়ে ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী বলেন, কৃষকেরা আমাদের প্রাণ। কৃষকেরা তীব্র শীত উপক্ষো করে বোরো ধান রোপনে ব্যস্ত। এ উপজেলায় বোরো মৌসুমে প্রায় ১১ হাজার হেক্টর জমি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবীদ সহিদুল ইসলাম ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নাজমুল হক বলেন, ডিমলা উপজেলা কৃষি অফিস হতে কৃষকদের তীব্র শীতে চলতি বোরো মৌসুমে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হবে। স্থানীয় কৃষকরা এ উপজেলার খাদ্য চাহিদা মিটিয়ে দেশের জনগণের খাদ্য চাহিদা পূরন করতে সক্ষম হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে যেতে সর্বাত্মক চেষ্টা করবে।

আইনিউজ/ হাবিবুল হাসান হাবিব/এসডিপি 

আইনিউজ ভিডিও 

শীতের সকালেও ভোট কেন্দ্রে দলে দলে ছুটেছেন নারী-পুরুষেরা

রাজনগর উপজেলার তাহার লামুয়া নতুন ভোট কেন্দ্র, ভোট দিয়ে উচ্ছ্বসিত এলাকাবাসী

নৌকার বিজয় দেখছেন মনসুরনগরের মিলন বখত

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ