Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫৭, ৫ জানুয়ারি ২০২২

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে আটক ১

ঠাকুরগাঁওয়ে মানসিক প্রতিবন্ধী যুবতীকে(২২) ধর্ষণের অভিযোগে মকছেদুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

ঘটনাটি সদর উপজেলার নারগুন ইউনিয়নের কিসমত দৌলতপুর গ্রামে ঘটেছে। বুধবার(৫ জানুয়ারি) সকালে মকছেদুলকে আটক করে ঠাকুরগাঁও থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। এর আগে বুধবার সকালে ওই যুবতীর মা বাদী হয়ে মকছেদুলের একটি মামলা দায়ের করেন। 

আরও পড়ুন- গাইবান্ধায় ইউপি সদস্যপ্রার্থীর সমর্থককে গলা কেটে হত্যা

আটককৃত মকছেদুল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নারগুন ইউনিয়নের কুমারপুর আবদালপাড়া এলাকার মৃত নূরল হকের ছেলে। 

মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৪ জানুয়ারি বিকেলে প্রতিবন্ধী ওই যুবতীকে বাসায় একা পেয়ে প্রতিবেশি মকছেদুল ইসলাম ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। 

এ ঘটনায় বুধবার সকালে মেয়েটির মা থানায় বাদী হয়ে ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ আসামি মকছেদুলকে আটক করে।

আরও পড়ুন- টাঙ্গাইলে গুজব ছ‌ড়ি‌য়ে ৪০০ ব্যালট ছিনতাই

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ  তানভিরুল ইসলাম বলেন, এ বিষয়ে মেয়ের মা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। আমরা সেই মামলার আসামিকে আটক করেছি। বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আইনিউজ/হুমায়ুন কবীর/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট

ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়

হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ