Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৩ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ৮ ১৪৩২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১১, ৬ জানুয়ারি ২০২২

আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে লাশ হলেন চারজন

আত্মীয়ের জানাজায় অংশ নিতে গিয়ে লাশ হলেন একই পরিবারের চারজন। বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস-সিএনজি সংঘর্ষে মারা যান তারা।

নিহতরা হলেন- লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া, স্ত্রী পারুল বেগম, শাশুড়ি গোলাপ নাহার ও মেয়ে জান্নাতুল মাওয়া।

এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালক। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন- টিকা না নিয়ে স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা

নিহত বাহারের ভাতিজা মীর হোসেন জানান, ফেনিতে বাহারের চাচা শ্বশুরের জানাজায় যাচ্ছিলেন তারা। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কালিয়া চৌ এলাকায় ঢাকাগামী বিআরটিসি বাসের সঙ্গে তাদের সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাহার ও তার শাশুড়ি গোলাপ নাহার মারা যান। পরে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে তার স্ত্রী পারুল বেগম ও মেয়ে জান্নাতুল মাওয়ার মৃত্যু হয়।

আরও পড়ুন- এবাদতের গ্রামের বাড়িতে বইছে আনন্দের বন্যা

হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করেছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে মশার `কামান`

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

ঘোড়দৌড় : সিলেট বিভাগের সব তেজি ঘোড়া এসেছিল এই মাঠে

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ