Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

হুমায়ুন কবির, তারাকান্দা প্রতিনিধি

প্রকাশিত: ১০:১০, ৭ জুলাই ২০২২

ময়মনসিংহের তারাকান্দায় কিশোর সামাদ হত্যার রহস্য উদঘাটন

সামাদ হত্যাকাণ্ডে আটক ৪ আসামি

সামাদ হত্যাকাণ্ডে আটক ৪ আসামি

ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেফটি ট্যাংকে মঙ্গলবার (৫ জুলাই) বেলা সাড়ে এগারোটায় ১৫ বছর বয়সের এক কিশোরের লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ট্যাংক থেকে লাশ উদ্ধার করে। জানা যায় লাশটি সামাদ (১৫) নামের এক কিশোর অটোরিক্সাচালকের।

সামাদ ময়মনসিংহ জেলার তারাকান্দার চানুর মোড় গ্রামের মোঃ শাহজাহান মিয়ার ছেলে। সংবাদ পেয়ে সেদিন সামাদ (১৫) এর মা-বাবা এসে সামাদের লাশ সনাক্ত করেন। খুনের শিকার সামাদ (১৫) পেশায় একজন অটোরিক্সা চালক ছিলেন।

তারাকান্দা থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিল কলেজের মর্গে পাঠায়। মৃত সামাদের (১৫) বাবা মোঃ শাহজাহান মিয়া অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তারাকান্দা থানার মামলা নং-০৪, তারিখ-০৫/০৭/২০২২, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। খুনের রহস্য উদ্ঘাটন ও হত্যাকারীদের গ্রেফতারের অভিযানে তারাকান্দা থানা পুলিশকে সহায়তার জন্য পুলিশ সুপার ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে নির্দেশ প্রদান করেন।

ডিবি পুলিশ হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন ও ধারাবাহিক অভিযান পরিচালনা করে তারাকান্দা ও ফুলপুর এলাকা হতে ০৪ জন আসামি আটক করে। ঘটনাস্থলের পাশ্ববর্তী রাস্তার পাশে নিহত সামাদ (১৫) এর চালিত অটোরিক্সাটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হল- মোঃ রবিন মিয়া (১৯), পিতা-মোঃ আলাল উদ্দিন, মাতা- মোছাঃ সেলিনা খাতুন, সাং-দাদরা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, মোঃ রোহান মিয়া (২৪), পিতা-মোঃ আলাল উদ্দিন, মাতা-মোছাঃ সেলিনা খাতুন, সাং-দাদরা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, মোঃ মুস্তাফিজুর রহমান নাঈম (১৯), পিতা-মোঃ শাহজাহান উদ্দিন, মাতা-মোছাঃ রোকেয়া খাতুন, সাং-হাটপাড়া, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ, মোঃ শাহীনুর ইসলাম (২২), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, মাতা-মোছাঃ সাহিদা বেগম, সাং-পুঙ্গুয়াই, দক্ষিনপাড়া, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত আসামি মোঃ রবিন মিয়া (১৯) সামাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। বন্ধুত্বের সুবাদে সামাদ রবিনদের বাড়ীতে বিভিন্ন সময় যাতায়াত করতো। রবিন ও রোহানের ছোট বোন আকলিমা (১৩) এর সাথে সামাদ (১৫) এর অন্তরঙ্গ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সামাদ (১৫) ও আকলিমা এর মধ্যে প্রেমের সম্পর্ক কোনোভাবে ফেরাতে না পেরে আসামি রবিন ও রোহান সামাদ (১৫) কে হত্যার পরিকল্পনা করে।

গত সোমবার (৪ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে সামাদ (১৫) এর অটোরিক্সায় চড়ে আসামি রবিন, রোহান ও নাঈম বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সময় কাটায়। পূর্ব পরিকল্পনা মতে আসামি শাহীন ও পলাতক অপর ২ আসামি পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের পাশে অপেক্ষা করে। সামাদের অটোরিক্সায় চড়ে রাত সাড়ে আটটার দিকে রবিন, রোহান ও নাঈম স্কুলের নিকট পৌঁছিলে আসামিরা অটোরিক্সাটি রাস্তার পাশে রেখে সামাদকে স্কুলের পিছনে ঝোঁপঝাড়ের আড়ালে নিয়ে গিয়ে প্লাষ্টিকের রশি ও জালের টুকরা দিয়ে গলায় পেচিয়ে ও নাক, মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর সামাদের লাশ পঙ্গুয়াই উমেদ আলী উচ্চ বিদ্যালয়ের সেফটি ট্যাংকির মধ্যে ফেলে দিয়ে আসামিরা পালিয়ে যায়।

হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন কেসে জড়িত প্রশাসন।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

কোরবানির হাঁট কাঁপাতে রাজা বাবু - দাম ১৮ লাখ টাকা

কোরবানির গরু সরাসরি ওজনে বিক্রি করবেন বিক্রেতা

কোরবানির হাট কাঁপাতে আসছে ৮০০ কেজির টাইগার | Eid Al Adha 2022 | Cow Market | Moulvibazar || Eye News

মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?

লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ