ইমরান আল মামুন
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস
বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। কখন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এর সাথে সংশ্লিষ্ট তথ্যগুলোই তুলে ধরা হচ্ছে এই প্রতিবেদনটিতে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পাঁচ আগস্ট রোজ সোমবারে পদত্যাগ ঘোষণা করেন এবং একই সময় দেশ ছেড়ে চলে যান। এই সময়ে দেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতন হয়। কিন্তু পরবর্তী সরকারের দায়িত্ব কে পালন করবে সে বিষয়টি চলে আসে সামনে। পদত্যাগ পত্রের পর বাংলাদেশের সেনা প্রধান গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিত্বদের সাথে বৈঠকে বসেন। এরপর ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক এর সাথে আলোচনা করেন তারা। এ সময় তারা প্রস্তাব দেন ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করতে। আর এ বিষয়টিতে সম্মতি প্রকাশিত করেন মুহাম্মদ ইউনূস। এ বিষয়টি ৬ সমন্বয়করা তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে জানান এবং পরবর্তী ২৪ ঘন্টার ভিতরে অন্তর্বর্তী সরকারের অন্যান্য তথ্যগুলো নিশ্চিত করবেন বলে ব্যাখ্যা করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস
মূলত কোটা বিরোধী আন্দোলন থেকেই সূত্রপাত ঘটে সরকারের পদত্যাগের। সাধারণ শিক্ষার্থীদের এবং চাকরিপ্রার্থীদের একটাই দাবি ছিল কোটা আইন সংস্করণ করা। এ দাবি নিয়ে কারা এগিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ করেই তাদের উপর আক্রমণ করা হয়। এই আক্রমণে তারা আরো জোরালোভাবে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে কয়েকজন শহীদ হন দেশের বিভিন্ন জায়গায়। আর কোটা সংস্করণ করা হয় হাইকোর্ট থেকে। ৫৬ শতাংশ কোটা থেকে তা ৭ শতাংশে নিয়ে আসা হয়।
কিন্তু এরপর শিক্ষার্থীদের গণহারে গ্রেফতারের অভিযোগ উঠে আসে। যার প্রেক্ষাপটে শিক্ষার্থীরা আবার নয় দফা আন্দোলনের যুক্ত হয়। সেই সময় ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। ঠিক কিছুদিন পর তারা কোন মাধ্যমে একটি বিবৃতি দেয়। সাধন অন্যান্য শিক্ষার্থীরা এ বিবৃতি মেনে নেন না এবং তাদেরকে মুক্ত করার জন্য আবার আন্দোলন শুরু করে। তাদেরকে মুক্ত করার ঠিক পরের মুহূর্তে তারা এক দফা আন্দোলনে ডাক দেয়। মূলত তাদেরকে জিম্মি করে বিবৃতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এরপর সরকার তিন দিনের কারফিউ জারি করলে সমন্বয়করা প্রথম দিনেই লং মার্চের ডাক দেন। আর সেই দিনেই পদত্যাগ করতে বাধ্য হন তিনি।
আর ঐদিন রাতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। এ সম্পর্কে পরবর্তী সকল আপডেট তথ্যগুলো জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং দেখে নিন অন্যান্য নিউজগুলো।
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- বাড়িতে ফোন দিয়ে জানলেন তিনি বাঘের থাবায় মারা গেছেন, চলছে দাফনের প্রস্তুতি
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা