আই নিউজ ডেস্ক
আজমানে সড়ক দু/র্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃ/ত্যু
আজমানে সড়ক দু/র্ঘটনায় নি/হত ৫ বাংলাদেশি। ছবি- সংগৃহীত
দুবাইয়ের আজমান প্রদেশে সড়ক দু/র্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃ/ত্যু হয়েছে। গতকাল রোববার (০৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নি/হত বাংলাদেশিরা ঢাকার নবাবগঞ্জ ও দোহার থানার বাসিন্দা বলে জানা গেছে। তারা আরব আমিরাতের আজমান প্রদেশে কাজ করতেন।
বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নি/হত প্রবাসীরা হলেন, নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। তারা একই জায়গায় কাজ করতেন।
জানা গেছে, সকালে ওই পাঁচ জন কাজের জন্য আবুধাবি যাচ্ছিলেন। তাদের বহন করা গাড়িটি আবুধাবি রোডে সাহামা এলাকায় পৌঁছালে বি/স্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃ/ত্যু হয়।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মৌলভীবাজারের জুনেদ পেলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সম্মাননা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa





















