Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬,   মাঘ ১১ ১৪৩২

প্রকাশিত: ০৬:৪৪, ২০ আগস্ট ২০১৯
আপডেট: ০৬:৪৯, ২০ আগস্ট ২০১৯

বাংলাদেশি সিনেমার আইটেম গানে সানি লিওনি

বিনোদন ডেস্ক : বলিউড তারকা সানি লিওনি এবার থাকছেন বাংলাদেশি একটি সিনেমার আইটেম গানে। এর আগেও তিনি বাংলাদেশি একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন। এই সিনেমায় প্রধান নায়িকা হিসেবে থাকবেন কলকাতার আরেকজন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তি।

সোমবার (১৯ আগস্ট) ভারতের মুম্বাইয়ে এই আইটেম গানে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওনি। পরিচালক শামীম আহমেদ রনির এই ছবির নাম 'বিক্ষোভ'। ছবিটির প্রযোজক সেলিম খান।

[caption id="attachment_13391" align="aligncenter" width="730"] সিনেমাটির প্রধান নায়িকা শ্রাবন্তি[/caption]

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সানি লিওনির এই আইটেম গানের শুটিং হবে মুম্বাইয়ে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে গানটির শুটিং শুরু হবে। গানে সানি লিওনির সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে।

আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়