Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:১৯, ২২ ফেব্রুয়ারি ২০২১

১৭ মে খুলছে বিশ্ববিদ্যালয়ের হল

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়

গত বছরের মার্চ থেকে বন্ধ থাকা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের পাঠদান শুরু হবে আগামী ২৪ মে থেকে। এর সাতদিন আগে অর্থাৎ ১৭ মে থেকে খুলে দেয়া হবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই তথ্য জানিয়েছেন।

মূলত, হল বন্ধ থাকার কারণে অনেক অসুবিধা হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। সম্প্রতি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দারা। এর প্রতিবাদে শনিবার জোরপূর্বক হলে প্রবেশ করে জাবি শিক্ষার্থীরা।

শুধু জাবি নয় তাদের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সোমবার গেইটের তালা খুলে হলে অবস্থান নিতে শুরু করেছে। এছাড়া শাহজালাল বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও হল খোলার প্রতিবাদে বিক্ষোভ করেছে। 

আরও পড়ুন: ২৪ মে থেকে শুরু বিশ্ববিদ্যালয়ের ক্লাস: শিক্ষামন্ত্রী

এমন পরিস্থিতিতে সরকার আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়ের হলগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সময়ের মধ্যে আগের মতোই অনলাইন ক্লাস চলবে।

ক্লাসে পাঠদান শুরু এবং আবাসিক হল খুলে দেওয়ার আগে আবাসিক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের টিকা দেওয়া ব্যবস্থা করা হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এরই সাথে এখন যারা আবাসিক হলে অবস্থান করছেন, তাদেরকে হল ছাড়ারও নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়