Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৬, ২৪ ফেব্রুয়ারি ২০২১

ঢাবির অধিভুক্ত সাত কলেজের বিষয়ে জরুরি সভা চলছে

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি সভা চলছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান,  সভার সিদ্ধান্তগুলো শিগগিরই জানানো হবে। 

তিনি আরও জানান, সভা সন্ধ্যা ৬টায় সভা হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুপুরেই শুরু হয়েছে।

ভার্চুয়ালি এ সভায় যুক্ত আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাত কলেজের সমন্বয়কসহ কলেজের অধ্যক্ষরা।

এদিকে বুধবার সকাল থেকে পরীক্ষার স্থগিত আদেশ প্রত্যাহার, হল ও ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। 

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর-

ঢাবির অধিভুক্ত সাত কলেজের চলমান সব পরীক্ষা স্থগিত

নীলক্ষেত মোড়ে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

Green Tea
সর্বশেষ