Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪২, ১২ মার্চ ২০২১
আপডেট: ২৩:৪৫, ১২ মার্চ ২০২১

টিকা নিয়েও করোনায় আক্রান্ত ঢাবি উপ-উপাচার্য

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল

টিকা নেয়ার এক মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

শুক্রবার (১২ মার্চ) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মাকসুদ কামাল নিজে। এর আগে গত ৭ ফেব্রুয়ারি করোনা প্রতিরোধে টিকা নেন তিনি।

তিনি বলেন, গতকাল (১১ মার্চ) আমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এরপর থেকে বাসায় কোয়ারেন্টিনে আছি। আমি টিকা নিয়েছি আশা করি ক্ষতি কম হবে, বাকিটা আল্লাহর ইচ্ছা। 

তিনি আরও বলেন, কয়েকদিন আগে আমার কয়েকবার কাশি হয়েছিল। এছাড়া আমার আর কোনো সমস্যা ছিল না। আর আমার সঙ্গে থাকা দু’জন শিক্ষকের কয়েকদিন আগে করোনা পজিটিভ এসেছিল। তারপর আমি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলাম।

পরিবারের আর কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, আমার পরিবারের সদস্যরা গত বছরের অক্টোবর মাসে করোনায় আক্রান্ত হয়েছিলো। তখন আমি সুস্থ ছিলাম।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

সংক্রমণ বাড়লে পেছাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ: শিক্ষামন্ত্রী

টিকা নেয়ার ২৯ দিন পর করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার

Green Tea
সর্বশেষ